পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ


পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

এশিয়া কাপে আজ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ দিন। রাত সাড়ে ৮টায় দুবাইয়ে অলিখিত সেমিফাইনালে মাঠে নামছে বাংলাদেশ-পাকিস্তান। ম্যাচের আগে অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালেই মুখোমুখি হয়েছিল দুই দল, পাকিস্তানকে ২-০ গোলে হারিয়েছে ফাইনালে উঠেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ম্যাচের তৃতীয় মিনিটে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের গোলের মাধ্যমে এগিয়ে যায় বাংলাদেশ। গোলের এক মিনিটের মধ্যে আবারও জোরালো এক আঘাতে বল জালে জড়ান ফরোয়ার্ড অপু। ডান প্রান্ত দিয়ে পাকিস্তানের দুই ফরোয়ার্ডকে পেছনে ফেলে বক্সে ঢুকে অপু দুর্দান্ত শট নেন।

এরপর পুরো ম্যাচ জুড়ে আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও আর কোনো গোল করতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।

আজ রাতেই দ্বিতীয় সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে নেপাল। দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী ২৭ সেপ্টেম্বর ফাইনালে বাংলাদেশের সঙ্গে মুখোমুখি হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×