রাজধানীতে আবারও বাসে অগ্নিকান্ডের ঘটনা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৮:৪৪ পিএম, ১১ নভেম্বর ২০২৫
রাজধানীর সূত্রাপুরে আবারও মালঞ্চ পরিবহনের একটি বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এই ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাফি আল ফারুক সাংবাদিকদের জানিয়েছেন, “সন্ধ্যা ৬টার দিকে সূত্রাপুর এলাকায় মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন লাগে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি।”
এদিকে, রাজধানীতে আগুন লাগার ঘটনা নতুন নয়। ফায়ার সার্ভিসের তথ্যানুযায়ী, গত সোমবার গভীর রাতে যাত্রাবাড়ীতে দুটি বাস এবং উত্তরায় আরও একটি বাসে আগুনের ঘটনা ঘটে।
এছাড়া, গত সোমবার (১০ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত আরও তিনটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, দ্রুত ব্যবস্থা নেওয়ায় কোন বড় ধরনের প্রাণহানি ঘটেনি, তবে এই ধরনের আগুন লাগার ঘটনাগুলো নিয়মিত রুটে বাস চলাচলের নিরাপত্তার ওপর প্রশ্ন তুলেছে।