রমনা থানার সামনে হঠাৎ পুলিশের গাড়িতে আগুন


রমনা থানার সামনে হঠাৎ পুলিশের গাড়িতে আগুন

রাজধানীর রমনা থানার সামনে বুধবার সকাল ১১টার দিকে পুলিশের একটি গাড়িতে হঠাৎ আগুন লেগেছে। তবে পুলিশের তরফে বলা হয়েছে, এটি কোনো নাশকতার ঘটনা নয়। আগুনের সূত্রপাত মূলত গাড়ির মেরামতের সময় ব্যাটারি সংযোগের ত্রুটির কারণে হয়েছে।

রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বলেন, ‘গাড়ির মেরামতকাজ চলছিল। কাজের সময় ব্যাটারির সংযোগ এক হয়ে গেলে আগুন ধরে যায়। পরে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।’

ওসি গোলাম ফারুক আরও জানিয়েছেন, আগুনে কেউ আহত হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেরামতের সময় মিস্ত্রির অবহেলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×