রায় ঘোষণার আগের রাতে রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ


রায় ঘোষণার আগের রাতে রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণার ঠিক আগের রাতে উত্তেজনা ছড়িয়েছে রাজধানীজুড়ে। সোমবার রায় ঘোষণা হওয়ার কথা থাকলেও তার আগের দিন রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যার পর ঢাকার বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

সেন্ট্রাল রোডে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ হয়। একই সময়ের কাছাকাছি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পল্লবী মেট্রোস্টেশনের নিচেও বিস্ফোরণের শব্দ শোনা যায়। কোনোটিতেই হতাহতের খবর পাওয়া যায়নি।

এরপর রাত সাড়ে ৯টার দিকে কারওয়ান বাজার ও বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ করা হয়। বাড্ডা এলাকায় শুধু বিস্ফোরণই নয়, দুর্বৃত্তরা একটি বাসেও আগুন ধরিয়ে দেয়। রাজধানীর বাইরে গাজীপুরের টঙ্গী স্টেশন রোডেও একই ধরনের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ অবস্থায় সন্ধ্যায় ঢাকায় নাশকতা দমনে বিশেষ নির্দেশনা দেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, যানবাহনে আগুন বা ককটেল নিক্ষেপের চেষ্টা করলে হামলাকারীদের বিরুদ্ধে দেখামাত্র কঠোর ব্যবস্থা নিতে হবে, প্রয়োজনে গুলি চালানো হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, “পুলিশের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। কেউ নাশকতার চেষ্টা করলে আইনগতভাবেই প্রতিরোধ করা হবে।”

তিনি আরও বলেন, সুপ্রিম কোর্টের মাজার গেট এলাকায় ডিএমপি, বিজিবি ও এপিবিএনের সদস্যরা সমন্বিতভাবে সতর্ক অবস্থানে থাকবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×