শাহবাগের ছবির হাটে ককটেল বিস্ফোরণ
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ১১:০৮ এম, ১৭ নভেম্বর ২০২৫
রাজধানীর শাহবাগে সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ছবির হাটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আনন্দের বা রঙ্গের মাঝেই ভয়াবহ এ ঘটনার কারণে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ঘটনাটি সোমবার, ১৭ নভেম্বর, সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে সংঘটিত হয়। বেলা সাড়ে ১০টার দিকে শাহবাগ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রাজিব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, "সোহরাওয়ার্দী উদ্যানের ছবির হাটে ককটেল বিস্ফোরণের তথ্য পেয়েছি। আমাদের একটি টিম গেছে। তারা কাজ করছে।"
স্থানীয় সূত্রের খবর, শাহবাগ থানার দক্ষিণে অবস্থিত ছবির হাটে দুষ্কৃতকারীরা ককটেল ছুড়ে পালিয়ে যায়। বিস্ফোরণের পরও সৌভাগ্যক্রমে কোনো ব্যক্তি আহত হয়নি।