ধানমন্ডি ৩২-এ বুলডোজার ঢুকতে দিচ্ছে না পুলিশ


ধানমন্ডি ৩২-এ বুলডোজার ঢুকতে দিচ্ছে না পুলিশ

ধানমন্ডি ৩২-এ দুটি বুলডোজার প্রবেশের চেষ্টা করলে তা রুখে দিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, দেশের আইন অনুযায়ী এমন ধরনের কার্যক্রম অনুমোদিত নয়।

ঘটনার সময় বুলডোজার নিয়ে আসা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে তারা জানিয়েছেন, বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় প্রায় এক হাজার ৪০০ জনের মৃত্যুর এবং প্রায় ২৫ হাজার মানুষকে মারাত্মক আহত করার অভিযোগে প্রধানমন্ত্রী হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। এই মামলার রায় আজ ঘোষণা করা হবে। গত বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায়ের দিন ধার্য করেন।

রায়কে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। চেকপোস্টের সংখ্যা বাড়ানো হয়েছে এবং হাইকোর্ট ও ট্রাইব্যুনাল এলাকায় কড়া নিরাপত্তা বজায় রাখা হচ্ছে। দোয়েল চত্বর থেকে শিক্ষাভবন পর্যন্ত প্রধান সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সন্দেহভাজনদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×