৩২ নম্বরে টিয়ারগ্যাস-সাউন্ড গ্রেনেড, তিন দিক থেকে ছাত্রদের মিছিল


৩২ নম্বরে টিয়ারগ্যাস-সাউন্ড গ্রেনেড, তিন দিক থেকে ছাত্রদের মিছিল
ছবি: সংগৃহীত

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙাকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে পুরো এলাকা। বুলডোজার কর্মসূচি ঘিরে সোমবার দুপুরে ছাত্র ও সাধারণ মানুষ যখন ৩২ নম্বরের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছিল, তখনই নিরাপত্তা বাহিনী তাদের ঠেকাতে তৎপর হয়। মুহূর্তেই শুরু হয় ধাওয়া ও পাল্টা ধাওয়া।

১৭ নভেম্বর দুপুরে সেনাবাহিনী ও পুলিশ প্রথমে লাঠিচার্জ করে মিছিল ছত্রভঙ্গ করার উদ্যোগ নেয়। এর পরপরই টানা সাউন্ড গ্রেনেড ও টিয়ারগ্যাস ছোড়া শুরু হয়। ছাত্ররা ইটপাটকেল ছুড়লে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

এক দফা উত্তেজনা থমকে গেলেও দুপুর পৌনে দুইটার দিকে আবার স্লোগান দিতে দিতে ছাত্র ও জনতা রাস্তায় অবস্থান নিতে চাইলে নিরাপত্তা বাহিনী নতুন করে ধাওয়া দেয় এবং আবার টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে।

এ সময় ৩২ নম্বরের বিপরীত দিক থেকেও আরেকটি মিছিল এসে মূল দলের সঙ্গে যুক্ত হয়। তিন দিক থেকে এগোতে চাইলেও সেনা ও পুলিশ সদস্যরা ধারাবাহিক সাউন্ড গ্রেনেড ও টিয়ারগ্যাস ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালায়।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ধানমন্ডি ৩২ নম্বর এলাকা জুড়ে তীব্র উত্তেজনা বজায় রয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×