ধানমন্ডি-৩২ ভারতীয় প্রক্সি বাহিনীর কিবলা: আবরার ফাইয়াজ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৩:১০ পিএম, ১৭ নভেম্বর ২০২৫
নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় নিহত বুয়েট ছাত্র আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ বলেছেন, ধানমন্ডি ৩২-এর আগের ক্ষতিগ্রস্ত অংশ দেখে তিনি সন্তুষ্ট হতে পারেননি। তাঁর দাবি, জায়গাটিতে সর্বোচ্চ ১৫ শতাংশ ভাঙা হয়েছিল এবং সহজেই সেটি মেরামত করা সম্ভব।
সোমবার (১৭ নভেম্বর) প্রকাশিত নিজের এক ফেসবুক পোস্টে ফাইয়াজ বলেন, ‘আগেরবার ৩২ নম্বর ভাঙা দেখে ঠিকমতো শান্তি পাইনি, খুব বেশি হলে ১৫% ভাঙা হয়েছিল। সহজেই ভাঙা অংশ ঠিক করা সম্ভব। যতদিন না ধানমন্ডি ৩২ মাটির সমান হবে ততদিন দুই-একটা আওয়ামী দেশবিরোধী প্রেতাত্মা দুদিন পর পর গিয়ে ওখানে কাহিনী করতে থাকবে। যদি এবারই সমান করতে পারেন ভালো হয়, নাহলে বাংলাদেশের মধ্যে ভারতীয় প্রক্সি বাহিনীর কিবলা যতদিন দাঁড়িয়ে থাকবে, সমস্যা করতেই থাকবে। সবচেয়ে ভালো হবে ওইখানে কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজের হল করে দেওয়া গেলে, খেলা শেষ একেবারেই তখন।’
এর আগে, ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষের মৃত্যু এবং প্রায় ২৫ হাজার মানুষ মারাত্মক আহত হওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সেই মামলার রায় আজ ঘোষণা করা হবে।
গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ মামলাটির রায় ঘোষণার দিন নির্ধারণ করেন।