ভাটারায় রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৪:১৯ পিএম, ১৯ নভেম্বর ২০২৫
রাজধানীর ভাটারা থানার ছোলমাইদ এলাকায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে তৃতীয় তলার একটি বাসা থেকে মধু মিয়া (৫৫) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে ঘটনাস্থলে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মধু মিয়ার বাড়ি শেরপুর সদর উপজেলার ছনকান্দা মিয়া বাড়িতে। তিনি ভাটারা থানার ছোলমাইদ পূর্বপাড়া কাজিবাড়ি এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বোরহান উদ্দিন বলেন, “সকালে ৯৯৯ নম্বরে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখান থেকে তৃতীয় তলার বাসার সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মধু নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করি। পরে দুপুরের দিকে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়।”
তিনি আরও বলেন, মধুর স্ত্রী বাসাবাড়িতে কাজ করেন। রাতে খেয়ে ফিরে এসে দরজায় নক করলেও কোনো সাড়া না পেয়ে তিনি ধারণা করেন, স্বামী হয়তো ঘুমিয়ে পড়েছেন। কিন্তু সকালে দরজার ফাঁক দিয়ে দেখেন, মধু ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলছেন।
তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা এখনো নিশ্চিত নয়। পুলিশের ভাষ্য, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।