বরিশালে বিএনপি অফিসে আগুন


বরিশালে বিএনপি অফিসে আগুন

বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নে বিএনপির স্থানীয় কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাত প্রায় ৩টার দিকে মুখোশধারী একদল সন্ত্রাসী পেট্রোল ঢেলে অফিসে আগুন লাগিয়ে দ্রুত সরে পড়ে। আগুনের খবর পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে পানি দিয়ে নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে পুরো কার্যালয় ও ভেতরে থাকা আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে যায়।

এলাকাবাসীর ধারণা, আওয়ামী লীগ ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করেই পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×