পটুয়াখালী-৩ আসনে নির্বাচনে লড়ার ঘোষণা নুরের
- পটুয়াখালী প্রতিনিধি
- প্রকাশঃ ১০:০০ এম, ১৯ নভেম্বর ২০২৫
পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে জাতীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় দশমিনা উপজেলা গণঅধিকার পরিষদের আয়োজিত এক জনসভায় নুর জানান, আগামী নির্বাচনে এ আসনে তাদের দলই একমাত্র প্রার্থী দেবে। তিনি বলেন, অন্য কিছু আসনে তারা প্রার্থী দেবে না, বরং সেখানে অন্য দলের প্রার্থী থাকবে। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, “আমরা চাই গণঅভ্যুত্থানের অংশীজনরা, যারা আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে ১৬ বছরের ফ্যাসিবাদকে পরাজিত করেছেন, তারা আগামীতে ঐক্যবদ্ধ থেকে একটি অংশগ্রহণমূলক নির্বাচন পরিচালনা করুন।”
ডাকসুর সাবেক এই ভিপি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আসন-সমঝোতা নিয়ে আলোচনা চলছে। তবে আঞ্চলিক পর্যায়ে কিছু নেতার অতিরিক্ত তৎপরতা জাতীয় ঐক্যকে ঝুঁকির মুখে ফেলছে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন। তার ভাষায়, “জাতীয় ঐক্য ও সংহতি বিনষ্ট হলে দেশে আরেকটি সংকট তৈরির পাঁয়তারা শুরু হবে; আমরা সেই ফাঁদে পা দেব না।”
নুর মনে করেন, সামনে থাকা জাতীয় নির্বাচন দেশের গণতন্ত্র ও ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, জনগণ যেন উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারে, সেটাই তাদের প্রধান লক্ষ্য। আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়া ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষের ত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, জুলাই-আগস্টে দুই সহস্রাধিক তরুণ জীবনের বিনিময়ে ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াইকে সফল করে তুলেছেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাব বিস্তারের প্রসঙ্গ টেনে নুর বলেন, “শেখ হাসিনার মতো প্রভাবশালী একজন প্রধানমন্ত্রী, যার ইশারায় পুরো দেশ উঠেছে-বসেছে। গত ১৬ বছরে তিনি খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষ নেতাদের কারাবন্দি করেছেন, জামায়াতের কয়েকজন নেতাকে ফাঁসিতে দিয়েছেন, পুরো বাংলাদেশকে কঠোর নিয়ন্ত্রণে রেখেছেন।” তিনি আরও দাবি করেন, জুলাই-আগস্টে দুই হাজার মানুষের হত্যাকাণ্ডসহ গত ১৬ বছরে সাড়ে পাঁচ হাজার মানুষ নিহত হয়েছে এবং রাজনৈতিক উদ্দেশ্যে অসংখ্য মামলা, গুম ও খুনের ঘটনা ঘটেছে। নুর বলেন, অবশেষে আদালত সাবেক এই প্রধানমন্ত্রী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করেছে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক লিয়ার হোসেন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মিলন মিয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর গণঅধিকার পরিষদের সহসভাপতি মিজান হাওলাদার, জেলা কমিটির আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু, যুগ্ম আহ্বায়ক আবু কালামসহ স্থানীয় নেতারা।