সাবেক বিমান বাহিনী প্রধানের ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব ফ্রিজ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০২:৫০ পিএম, ১১ নভেম্বর ২০২৫
দুর্নীতির মামলায় অভিযুক্ত বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের দুটি ফ্ল্যাট ক্রোক এবং দশটি ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার নিকুঞ্জ এলাকায় অবস্থিত ফ্ল্যাট দুটি ও ব্যাংক হিসাবগুলোতে মোট ৪০ লাখ ৫৬ হাজার ৫৮৩ টাকা রয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপপরিচালক আকতারুল ইসলাম।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান আব্দুল হান্নানের স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোকের আবেদন করেন।
আবেদনে উল্লেখ করা হয়, সাবেক বিমান বাহিনী প্রধানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে অনুসন্ধান শেষে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, তিনি নিজ নামে এবং স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন করেছেন।
তদন্তে দুদক দেখতে পায়, শেখ আব্দুল হান্নান অবৈধভাবে অর্জিত সম্পদ গোপন করতে শুভাকাঙ্ক্ষী সানজিদা আক্তারের নামে সম্পত্তি ক্রয় করেছেন। সানজিদা আক্তারের সহযোগিতায় তিনি ঢাকার খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় ৯৫ লাখ টাকা মূল্যের দুটি ফ্ল্যাট তার নামে করে দেন। এছাড়া বিভিন্ন ব্যাংকে তার নামে প্রায় ৪৫ লাখ টাকার এফডিআর পাওয়া যায়। তল্লাশিকালে আব্দুল হান্নানের বাসা থেকে প্রায় ২৬ লাখ টাকার সমপরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়, যা তার ঘোষিত আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
দুদকের আবেদনে আরও বলা হয়, তদন্ত চলাকালে প্রাপ্ত তথ্য অনুযায়ী সানজিদা আক্তার এসব সম্পদ বিক্রি বা অন্যত্র সরিয়ে ফেলার চেষ্টা করছেন। তদন্ত শেষ হওয়ার আগেই সম্পদ স্থানান্তরিত হলে তা পুনরুদ্ধার করা কঠিন হয়ে পড়বে। এ কারণে আদালতের কাছে স্থাবর সম্পদ ক্রোক এবং অস্থাবর সম্পদ ফ্রিজ করার আবেদন জানানো হয়, যা আদালত মঞ্জুর করেন।