সাবেক বিচারপতি মানিকসহ ৭ জনের আয়কর নথি জব্দের আদেশ


সাবেক বিচারপতি মানিকসহ ৭ জনের আয়কর নথি জব্দের আদেশ

সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশীসহ সাত জনের আয়কর সংক্রান্ত নথি আদালতের নির্দেশে জব্দ করা হয়েছে।

রোববার, ১৬ নভেম্বর, ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক শিহাবুল ইসলাম দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক সাতটি আবেদনের শুনানির পর এই নির্দেশ দেন।

নথি জব্দের নির্দেশ পাওয়া অন্যরা হলেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাবেক দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান, কুমিল্লা-১১ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুল হক, পাবনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্স এবং টিপু মুনশীর স্ত্রী আইরিন মালবিকা মুনশী।

আদালতের বেঞ্চ সহকারি রিয়াজ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের পক্ষে সংস্থার সহকারী পরিচালক পাপন কুমার সাহা সাবেক বিচারপতি, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের বিরুদ্ধে আয়কর নথি জব্দের আবেদন করেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×