শেখ হাসিনার মামলার রায় কার্যকর হবে গ্রেপ্তারের পর: অ্যাটর্নি জেনারেল


শেখ হাসিনার মামলার রায় কার্যকর হবে গ্রেপ্তারের পর: অ্যাটর্নি জেনারেল

মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায় আসামিরা গ্রেপ্তার হওয়ার পর থেকেই কার্যকর হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

সোমবার (১৭ নভেম্বর) শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপির মামলার রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

অ্যাটর্নি জেনারেল জানান, মামলার দু’জন আসামির বিরুদ্ধে সর্বোচ্চ দণ্ড হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, আর রাজস্বাক্ষী হওয়ায় আরেক আসামিকে সার্বিক বিবেচনায় পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করেছে ট্রাইব্যুনাল।

তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগের মধ্যে তিনটিতে সাজা দেওয়া হয়েছে। তার ভাষায়, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলায় যুগান্তকারী রায় হয়েছে, যা প্রশান্তি আনবে ও বাংলাদেশে ন্যায়বিচার ও আইনের শাসনের জন্য মাইলফলক হয়ে থাকবে।”

আগামী পদক্ষেপ নিয়ে আশা প্রকাশ করে অ্যাটর্নি জেনারেল আরও বলেন, সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য যেসব আইনি উদ্যোগ নেওয়া সম্ভব, সবই গ্রহণ করবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×