চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিজয় র‍্যালি ও শ্রদ্ধাঞ্জলি


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিজয় র‍্যালি ও শ্রদ্ধাঞ্জলি

৫৪তম বিজয় দিবস উপলক্ষে র‍্যালি করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদল।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে চবির জিরো পয়েন্ট থেকে শুরু করে কাটা পাহাড় শহীদ মিনার অতিক্রম করে স্বাধীনতা স্মৃতি ম্যুরাল জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্যে বিজয় র‍্যালি শেষ হয়।

এ সময় চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সিনিয়র সহ-সভাপতি মামুন উর রশিদ, সিনিয়র যুগ্ম সম্পাদক মো ইয়াছিন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় উপস্থিত ছিলেন।

র‌্যালিতে চবি ছাত্রদলের বিভিন্ন হল, ফ্যাকাল্টি ও বিভাগের নেতৃবৃন্দ অংশ নেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×