স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে মিছিল: পুলিশ-আদিবাসী শিক্ষার্থীদের সংঘর্ষ


স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে মিছিল: পুলিশ-আদিবাসী শিক্ষার্থীদের সংঘর্ষ

ঢাকার মতিঝিলে পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন সংগঠনের শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে শিক্ষা ভবনের সামনে এ ঘটনা ঘটে।

এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের সরিয়ে দেয়। এতে পুলিশের একজন সদস্য আহত হয়েছেন।

জানা যায়, আদিবাসী ছাত্র-জনতার ব্যানারে এনসিটিবির সামনে কর্মসূচি পালনের সময় স্টুডেন্ট ফর সভারেন্টির হামলার প্রতিবাদে বৃহস্পতিবার রাজু ভাস্কর্য থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে বিক্ষোভ মিছিল নিয়ে যায় বিক্ষুব্ধ ছাত্র-জনতার ব্যানারে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন সংগঠন। দোয়েল চত্বর শিশু একাডেমির সামনে মুখোমুখি হয় পুলিশ ও আদিবাসী ব্যানারের ছাত্ররা।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×