একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন শুরু
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৮:৫৩ পিএম, ২৩ আগস্ট ২০২৫
একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপের আবেদন কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই প্রক্রিয়া চলবে আগামী সোমবার (২৫ আগস্ট) রাত ৮টা পর্যন্ত।
এ তথ্য একাদশে ভর্তির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত নোটিশে জানানো হয়েছে। সেখানে বলা হয়, ভর্তি নীতিমালা-২০২৫ অনুযায়ী শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। প্রতিটি আবেদনের জন্য ২২০ টাকা ফি জমা দিতে হবে।
এর আগে গত বুধবার সন্ধ্যায় প্রকাশিত প্রথম ধাপের ফলাফলে ১০ লাখ ৪৫ হাজারেরও বেশি শিক্ষার্থী নির্বাচিত হয়। তবে প্রায় ২৮ হাজার শিক্ষার্থী কোনো কলেজে নির্বাচিত হয়নি। এদের মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাই ৫ হাজার ৭০০-এর বেশি।
প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের শুক্রবার (২২ আগস্ট) রাত ৮টার মধ্যে ভর্তির নিশ্চায়ন সম্পন্ন করতে হয়েছে।
নীতিমালা অনুযায়ী, দ্বিতীয় ধাপের আবেদনের ফল এবং প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ হবে ২৮ আগস্ট রাত ৮টার দিকে। এরপর ২৯ ও ৩০ আগস্ট নির্বাচিতদের ভর্তির নিশ্চায়ন করতে হবে।
তৃতীয় ধাপের আবেদন গ্রহণ হবে ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত। এ ধাপের ফলাফল ও দ্বিতীয় মাইগ্রেশনের তালিকা প্রকাশ করা হবে ৩ সেপ্টেম্বর রাত ৮টায়। নির্বাচিতদের ৪ সেপ্টেম্বরের মধ্যে নিশ্চায়ন করতে হবে। সর্বশেষ মাইগ্রেশনের ফল প্রকাশিত হবে ৫ সেপ্টেম্বর।
সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়া শেষ হবে আগামী ৭ থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে। এরপর ১৫ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।