হলিউডের তুমুল জনপ্রিয় অভিনেতা জিম ক্যারির বোন রিটা ক্যারি মারা গেছেন


হলিউডের তুমুল জনপ্রিয় অভিনেতা জিম ক্যারির বোন রিটা ক্যারি মারা গেছেন

'দ্যা মাস্ক' খ্যাত হলিউডের তুমুল জনপ্রিয় অভিনেতা জিম ক্যারির বোন রিটা ক্যারি মারা গেছেন। 

তার মৃত্যুতে ক্যারি পরিবারের পাশাপাশি গোটা বিনোদন দুনিয়ায় নেমে এসেছে শোকের ছায়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। রিটা ক্যারি গত ১৪ নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন স্বামী অ্যালেক্স। 

অ্যালেক্স ও রিটার ১৬ বছরের দাম্পত্য জীবন। সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেছেন তিনি।

অ্যালেক্স তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লিখেছেন, ‘রিটা আমার প্রিয়তমা বন্ধু ছিল, আমার প্রেমিকা, আমার সুন্দরী স্ত্রী। অত্যন্ত ভালো মনের মানুষ এবং সব সময় সে সবাইকে সাহায্য করতে চাইতো, এমনকি একেবারে অচেনা লোকজনদেরও।’ 

তিনি আরও লেখেন, ‘সবাই জানেন বড়দিন রিটার প্রিয় সময় ছিল। আসলে সেটাই ওর প্রতিদান ছিল। একটা তহবিল গঠন করা শুরু করেছিল স্থানীয় সমাজসেবী সংগঠনকে সাহায্য করার জন্য। রিটার সঙ্গে সফরটা ছিল দুর্দান্ত, আনন্দের। 

প্রতি মুহূর্তে সকলের মনে আনন্দের সঞ্চার করত। এমন দারুণ প্রতিভাবান নারীকে আমি কোনো দিনও ভুলব না। গুডবাই আমার প্রেমিকা। বিদায় বন্ধু। আবার দেখা হবে কখনও।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×