ওমরাহ করলেন অহনা রহমান, বিশ্বাস ও ঈমান নিয়ে যা বললেন অভিনেত্রী


ওমরাহ করলেন অহনা রহমান, বিশ্বাস ও ঈমান নিয়ে যা বললেন অভিনেত্রী

ছোটপর্দার পরিচিত মুখ অভিনেত্রী অহনা রহমান। কিছুদিন আগেই জানিয়েছিলেন অভিনয় থেকে বিদায় নেবেন। ক্যারিয়ার নিয়ে এমন ঘোষণা দেয়ার পরই ভিন্নভাবে দেখা গেল তাকে। ওমরাহ পালন করতে গেছেন তিনি। সেসবের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন এ অভিনেত্রী।

বুধবার (১ জানুয়ারি) পবিত্র কাবা ঘরের সামনে দাঁড়িয়ে তোলা কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়া ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী অহনা। সেখানে ক্যাপশনে লিখেছেন, ‘আমার প্রিয় ২০২৪ সাল, তুমি আমাকে এই বছরের শুরুতে অনেক কিছু দিয়েছো; আবার অনেক কিছু কেড়েও নিয়েছো। আবার মানুষ যে অনেক রকমের হয়, সেটাও চিনতে সাহায্য করেছ।’

তিনি লিখেছেন, ‘শেষের চমকটা ছিলো আমার জন্য অনেক বড় সারপ্রাইজ। যার অনুভূতি হয়তো কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না।এখন বুঝলাম, জানলাম ও শিখলাম, আল্লাহ্ কেন মানুষের পরীক্ষা নেয়। বিশ্বাস এবং ঈমান আরও মজবুত হয়ে গেল।

তার ভাষ্যমতে―আল্লাহ্ জীবন থেকে তুচ্ছ জিনিস নিয়ে উত্তম জিনসটা উপহার স্বরূপ দেন। আমার একটা স্বপ্ন ভেঙেছ, কিন্তু সবথেকে বড় স্বপ্নটা আবার পূরণও করেছ। তাই তোমার ওপর কোনো রাগ নাই।

সবশেষ এ অভিনেত্রী লিখেছেন, ‘আমি বিশ্বাস করি আল্লাহ্ তাআলা যেভাবে বছর শুরু করিয়েছেন, সুন্দর করে, ঠিক এমনভাবে সুন্দর করে শেষও করাবে। আমি তোমার শুরুটা যেভাবে শুরু কর,ছি তুমিও আমার সঙ্গে শেষ পর্যন্ত এমনি থেকো। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’

প্রসঙ্গত, ২০০৭ সালে ক্যারিয়ার হিসেবে অভিনয় শুরু করেন অহনা রহমান। তারপর শোবিজ ইন্ডাস্ট্রিতে বিভিন্ন কাজ করতে থাকেন। আর অনবদ্য অভিনয়গুণে দর্শকমহলে প্রশংসিত হন। সম্প্রতি ‘প্রবাসীর স্ত্রী’ নাটকে অভিনয় করে দর্শকহৃদয় ছুঁয়েছেন তিনি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×