দ্বিতীয় সন্তানের নাম স্থির করেছেন রণবীর ও আলিয়া!


দ্বিতীয় সন্তানের নাম স্থির করেছেন রণবীর ও আলিয়া!

ভালোবেসে বিয়ে করেছেন বলিউডের দুই জনপ্রিয় তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট। তাদের সংসারে রয়েছে একমাত্র কন্যা সন্তান রাহা। প্রথম সন্তানের পর দ্বিতীয় সন্তানেরও পরিকল্পনা রয়েছে এ তারকা জুটির। সম্প্রতি সে তথ্যই ফাঁস করেছেন অভিনেত্রী। সংবাদ নিউজ ১৮-র।

প্রথম সন্তানের নাম কী হবে সে নিয়ে একটি পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপ মেসেঞ্জার খুলেছিলো কাপুর পরিবার। সেখানে পরিবারের সদস্যরা যার যার পছন্দের নাম সাজেশন করেন। মেয়ে ও ছেলে উভয়ই নামই সাজেশন করা হয়েছিলো ওই গ্রুপে।
 
জয় শেঠির পডকাস্টে এমনই তথ্য ফাঁস করেন আলিয়া। বলেন, ‘প্রথম সন্তান ছেলে না মেয়ে হবে জানতাম না। তাই আমরা ছেলে ও মেয়ে দুটো নামই ঠিক করে রেখেছিলাম। যখন আমরা আমাদের প্রথম সন্তানের মুখ দেখলাম, তখন আমার শাশুড়ি (রণবীর কাপুরের মা অভিনেত্রী নীতু কাপুর) রাহা নামটি পছন্দ করেন। রাহা শব্দের অর্থ আনন্দ ও শান্তি।’
 
আলিয়া আরও বলেন, ‘আমাদের একটি ছেলে নামও খুব পছন্দ হয়েছিলো। তাই, আগামী দিনে আমাদের দ্বিতীয় সন্তান ছেলে হলে পছন্দের সে নামটিই তার রাখা হবে ঠিক করা হয়েছে।’
 
উল্লেখ্য, ২০২২ সালের ১৪ এপ্রিল বিয়ের পিঁড়িতে বসেন আলিয়া ও রণবীর। বিয়ের সাত মাস পরই ৬ নভেম্বর তাদের সংসারে জন্ম নেয় কন্যা সন্তান রাহা কাপুর। 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×