এবার আসামি অপু-ফারিয়া-জায়েদ-শাওনসহ ১৭ শিল্পী


এবার আসামি অপু-ফারিয়া-জায়েদ-শাওনসহ ১৭ শিল্পী

ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকারা হঠাৎ করেই খবরে। তবে কোনো চলচ্চিত্র নয় বরং একটি হত্যাচেষ্টা মামলার আসামি হিসেবে আলোচনায় তারা। অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া, জায়েদ খান, মেহের আফরোজ শাওনসহ ১৭ জন শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে।

জানা গেছে, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার ভাটার থানাধীন এলাকায় হওয়া এক হত্যাচেষ্টা মামলায় আসামি করা হয়েছে এসব অভিনয়শিল্পীদের। মামলার বাদী এনামুল হক।

মামলার সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ও অজ্ঞাতনামা তিন-চারশ’ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক।

এই মামলায় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে সরকারপক্ষের অর্থদাতা হিসেবে অভিযুক্ত করা হয়েছে।

আসামির তালিকায় আরও আছেন সুবর্ণা মুস্তফা, আশনা হাবিব ভাবনা, সোহানা সাবা, জ্যোতিকা জ্যোতি, সাইমন সাদিক, আজিজুল হাকিমসহ আরও অনেকে।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহুরুল ইসলাম গণমাধ্যমে জানিয়েছেন, ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মামলাটি আদালত থেকে তদন্তের জন্য পুলিশের কাছে এসেছে এবং তা নিয়মতান্ত্রিকভাবে অনুসন্ধান করা হচ্ছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×