আল্লাহর গজব পড়ুক, সোহাগ হত্যা প্রসঙ্গে খায়রুল বাসার


আল্লাহর গজব পড়ুক, সোহাগ হত্যা প্রসঙ্গে খায়রুল বাসার

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটের সামনে সোহাগ নামে এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

‎গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের ৩ নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নড়ে ওঠে দেশবাসী।

যার যার মতো করে প্রকাশ করতে থাকে ক্ষোভ। এদিকে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে কথা বলেন অভিনেতা খায়রুল বাসার। তিনি নিজের সোশ্যাল হ্যান্ডেলে বিষয়টি নিয়ে কথা বলেন। 

সোহাগ হত্যা প্রসঙ্গে নিজের ফেসবুকে খায়রুল বাসার লেখেন, ‘আল্লাহর গজব পড়ুক তাদের ওপর যারা মানুষ হতে পারল না। যারা জীব জন্তুর বৈশিষ্ট্যকেও হার মানিয়েছে। আল্লাহ এ দেশকে হেফাজত করুন কিছু ভালো মানুষের উসিলায়। এদেশের মানুষ যেন অন্যের ও নিজের শান্তি নিয়ে ঘুমাতে পারে।’ 

এরপর সবাইকে প্রতিবাদী হওয়ার আহ্বান জানিয়ে লেখেন, ‘যেখানেই অন্যায় প্লিজ আপনারা কথা বলুন প্লিজ মানুষ হিসেবে মানুষের পাশে থাকুন, সাহসী হোন সাহস দেখান মানবতা দেখান, আইনের দারস্থ হোন। বার বার ব্যর্থ হলেও আইনের উপর ভরসা রাখুন। পরিবর্তন আসবেই।’

খায়রুল ছাড়াও বিনোদন অঙ্গনের অনেকেই কথা বলেছেন বিষয়টি নিয়ে। নির্মাতা আশফাক নিপুন, অভিনেত্রী আজমেরী হক বাঁধন প্রমুখ গলা চড়িয়েছেন ফেসবুকে। 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×