‘বন্ধু’ মোদির জন্মদিনে ট্রাম্পের ফোন
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ১০:৪৪ এম, ১৭ সেপ্টেম্বর ২০২৫
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিনে তাঁকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ফোনালাপ জন্মদিনের শুভেচ্ছার গণ্ডি পেরিয়ে ছুঁয়েছে কূটনৈতিক সম্পর্ক ও বৈশ্বিক সহযোগিতার বার্তা।
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর দিবাগত রাতে ট্রাম্পের এই ফোনালাপের কথা নিজেই প্রকাশ্যে আনেন প্রধানমন্ত্রী মোদি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, "ধন্যবাদ আমার বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পকে, জন্মদিন উপলক্ষে আপনার ফোন এবং উষ্ণ শুভেচ্ছার জন্য। ভারত-আমেরিকা সর্বাঙ্গীণ ও বৈশ্বিক অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে আমি আপনার মতোই প্রতিশ্রুতিবদ্ধ।”
এছাড়া মোদি পোস্টে উল্লেখ করেন, ইউক্রেন যুদ্ধ নিরসনে ট্রাম্প যে শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করছেন, তিনি তাতে সমর্থন জানাচ্ছেন।
প্রসঙ্গত, এটি ছিল ১৭ জুনের পর দুই নেতার প্রথম সরাসরি ফোনালাপ। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, এর আগে গত কয়েক সপ্তাহে ট্রাম্প অন্তত চারবার মোদিকে ফোন করেছিলেন, তবে সেগুলোর একটিতেও মোদি সাড়া দেননি।
বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক সময়ে ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্যিক সম্পর্ক কিছুটা উত্তেজনার মধ্য দিয়ে গেলেও মোদির জন্মদিনে ট্রাম্পের এই শুভেচ্ছা ফোন ইতিবাচক বার্তা দিতে পারে।