জেরুজালেমকে কখনো অপবিত্র হতে দেব না: এরদোগান


জেরুজালেমকে কখনো অপবিত্র হতে দেব না: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, "আমরা জেরুজালেমকে কখনো অপবিত্র হতে দেব না, যদিও হিটলারের অনুরাগীদের ক্ষোভ কখনো মুছে যাবে না।"

বুধবার আঙ্কারায় নতুন পররাষ্ট্র মন্ত্রণালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

গাজার পরিস্থিতি সম্পর্কে এরদোগান জোর দিয়ে বলেন, "ইসরাইলের নৃশংস হামলায় টিকে থাকার সংগ্রামে লিপ্ত নির্যাতিত গাজাবাসীর পাশে দাঁড়ানো থেকে আমাদের কেউ বিরত রাখতে পারবে না।"

তিনি আরও বলেন, "যারা আমাদের ভূখণ্ডকে রক্তের সাগরে পরিণত করতে চায় এবং অস্থিতিশীলতা ছড়াতে চায়—তাদের বিরুদ্ধে আজও আমরা অটল থাকব এবং ভবিষ্যতেও থাকব।"

এরদোগান আশ্বস্ত করেন, আঙ্কারা সিরিয়া থেকে ইয়েমেন, লেবানন থেকে কাতার পর্যন্ত যেখানেই ইসরাইলি আগ্রাসনের শিকার হয়েছে, সেখানেই পূর্ণ সংহতি বজায় রাখবে।

তুর্কি প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, "যারা নিরীহ শিশুদের প্রাণ নিয়ে গণহত্যা ও নিপীড়নের ওপর ভবিষ্যৎ গড়তে চায়, তারা একদিন নিজেদেরই রক্তে ডুবে যাবে।"

সূত্র: আনাদোলু

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×