গাজায় নিহত আরও ৫০, নিহতের সংখ্যা ৬৫ হাজার ছাড়াল


গাজায় নিহত আরও ৫০, নিহতের সংখ্যা ৬৫ হাজার ছাড়াল

ইসরায়েল গাজা অঞ্চলে আরও ৫০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। বৃহস্পতিবার ভোর থেকে এসব নিহতের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য কর্মকর্তারা। এর ফলে ৭ অক্টোবর ২০২৩ থেকে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা প্রায় ৬৫ হাজার ২০০-এ পৌঁছেছে। 

তবে উদ্ধারকর্মীরা বলছেন, বাস্তব নিহতের সংখ্যা এর চেয়ে অনেক বেশি হতে পারে কারণ ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষের দেহাবশেষ আটকে রয়েছে।

অন্যদিকে, দক্ষিণ গাজার রাফাহ শহরে বোমা বিস্ফোরণে চার ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনী এই তথ্য নিশ্চিত করেছে। রাফাহ শহরের একটি সড়কের পাশে রাখা বোমা বিস্ফোরণের ফলে একজন কর্মকর্তা ও তিনজন সেনা নিহত হন।

নিহতরা হলেন মেজর ওমরি চাই বেন মোশে (২৬), লেফটেন্যান্ট এরান শেলেম (২৩), লেফটেন্যান্ট ইটান আভনার বেন ইৎজহাক (২২), এবং লেফটেন্যান্ট রন অ্যারিয়েলি (২০)। তারা বাহাদ ১ অফিসার্স স্কুলের ‘ডেকেল ব্যাটালিয়নের’ সদস্য ছিলেন, যেখানে বেন মোশে একটি কোম্পানির কমান্ডার ছিলেন। বাকি তিন সেনা ক্যাডেট ছিলেন এবং মৃত্যুর পর তারা লেফটেন্যান্ট পদে উন্নীত হয়েছেন।

বৃহস্পতিবার ঘোষিত এই চারজন সেনার মৃত্যু গাজায় ইসরায়েলি সেনাদের সর্বশেষ হতাহতের ঘটনা। এর ১০ দিন আগে গাজা সিটির উপকণ্ঠে হামাসের হামলায় চার সেনা নিহত হয়েছিল।

এরপর থেকে আইডিএফ (ইসরায়েলি সেনাবাহিনী) চলতি সপ্তাহের শুরুতে গাজা সিটিতে বড় ধরনের স্থল অভিযান শুরু করেছে। কয়েক সপ্তাহের প্রস্তুতির পর তারা উত্তর গাজার একটি শহর দখল করার পরিকল্পনায় এগোচ্ছে।

অন্যদিকে, ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতির দাবিতে ‘জাজিম’ নামে একটি অ্যাডভোকেসি সংস্থা স্বাক্ষর সংগ্রহ শুরু করেছে।

এ দাবির প্রতি সমর্থন জানিয়ে এখন পর্যন্ত সাত হাজার পাঁচ শতাধিক ইসরায়েলি জাজিমের পিটিশনে স্বাক্ষর করেছেন। জাজিম হলো ইসরায়েলে অবস্থিত একটি বামপন্থী ইহুদি ও আরবদের রাজনৈতিক সংগঠন, যারা বিভিন্ন বিষয় নিয়ে তৃণমূল পর্যায়ে কাজ করে।

আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরু হবে। তাদের লক্ষ্য ওই সময়ের আগে ১০ হাজারের বেশি স্বাক্ষর সংগ্রহ করে পিটিশনটি ওই অধিবেশনে পাঠানো।

সূত্র: মিডল ইস্ট আই

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×