আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মাতমো
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৬:৪৫ পিএম, ০৫ অক্টোবর ২০২৫
চীনের দক্ষিণাঞ্চলে প্রবল ঘূর্ণিঝড় ‘মাতমো’ আজ রোববার স্থানীয় সময় দুপুরে আঘাত হেনেছে। ঝড়ের আগে থেকেই উপকূলীয় এলাকাগুলো থেকে কয়েক লাখ বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়, ফলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা অনেকটাই কমে এসেছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ২টা ৫০ মিনিটে ঘূর্ণিঝড়টি গুয়াংডং প্রদেশের উপকূলে আছড়ে পড়ে। আঘাত হানার সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটারেরও বেশি ছিল বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি। ঝড়ের প্রভাবে বিদ্যুৎ সরবরাহ, যোগাযোগ ও পরিবহনব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়।
চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানায়, স্থলভাগে আঘাত হানার আগেই শুরু হয় ভারী বৃষ্টি ও জলোচ্ছ্বাস, যা উপকূলীয় অঞ্চলের বিভিন্ন এলাকা প্লাবিত করে। সরকারের নির্দেশে আগে থেকেই হাইনান দ্বীপের প্রায় ১ লাখ ৯৭ হাজার এবং গুয়াংডং প্রদেশের আরও ১ লাখ ৫০ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়।
সিনহুয়া নিউজ এজেন্সি জানায়, ঘূর্ণিঝড়ের কারণে হাইকো, ওয়েনচাং, ঝানজিয়াং ও মাওমিংসহ উপকূলীয় শহরগুলোতে গণপরিবহন, নির্মাণকাজ এবং ব্যবসা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।