পাকিস্তানের সীমান্ত ঘেষে ভারত-রাশিয়ার সামরিক মহড়া


পাকিস্তানের সীমান্ত ঘেষে ভারত-রাশিয়ার সামরিক মহড়া

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যৌথ সক্ষমতা বাড়াতে ভারতের রাজস্থানে শুরু হয়েছে ভারত ও রাশিয়ার দ্বিপাক্ষিক সামরিক মহড়া ‘ইন্ডরা ২০২৫’। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে জানানো হয়, রাজস্থানের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে এই মহড়া শুরু হয়েছে এবং এটি চলবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত।

রয়টার্সের খবরে বলা হয়েছে, মহড়ার মূল লক্ষ্য হলো সন্ত্রাসবিরোধী অভিযানে দুই দেশের সেনাদের মধ্যে সমন্বয় ও কৌশলগত দক্ষতা আরও বাড়ানো। এতে সন্ত্রাস মোকাবিলায় যৌথ কৌশল অনুশীলন ও যুদ্ধক্ষেত্রে কার্যকর সমন্বয় অর্জনের ওপর জোর দেওয়া হচ্ছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আধুনিক যুদ্ধ পরিস্থিতিতে সেনাদের পারস্পরিক সামঞ্জস্যতা ও অভিজ্ঞতা বিনিময়ের বিষয়টি এই মহড়ার অন্যতম অগ্রাধিকার।

বিশ্লেষকদের মতে, ‘ইন্ডরা ২০২৫’ দুই দেশের দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতা ও কৌশলগত অংশীদারত্বকে আরও দৃঢ় করবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×