গাজা যুদ্ধবিরতিতে একমত ইসরায়েল-হামাস, ট্রাম্পের ঘোষণা


গাজা যুদ্ধবিরতিতে একমত ইসরায়েল-হামাস, ট্রাম্পের ঘোষণা

দুই বছরেরও বেশি সময় ধরে চলা গাজার ভয়াবহ যুদ্ধ শেষের পথে—এমন আশাব্যঞ্জক ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইসরায়েল ও হামাস অবশেষে যুদ্ধবিরতির প্রথম ধাপে সমঝোতায় পৌঁছেছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে বলেন, “ইসরায়েল ও হামাসের মধ্যে গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের চুক্তি সম্পন্ন হয়েছে।”

চুক্তিটি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মধ্যস্থতাকারী দেশ কাতারও খবরটি নিশ্চিত করেছে। দোহা জানিয়েছে, যুদ্ধবিরতির সব শর্ত ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে উভয় পক্ষের মধ্যে পূর্ণ ঐক্যমত হয়েছে।

এক বিবৃতিতে হামাস জানিয়েছে, এই সমঝোতা গাজায় চলমান যুদ্ধের অবসান ঘটাবে, ইসরায়েলি সেনাদের প্রত্যাহার নিশ্চিত করবে, মানবিক সহায়তা প্রবেশের পথ খুলে দেবে এবং বন্দি বিনিময়ের কার্যক্রম শুরু করবে।

অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, বৃহস্পতিবার তিনি এই যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন পেতে সরকারের কাছে প্রস্তাব উপস্থাপন করবেন। তার ভাষায়, “এটি ইসরায়েলের জন্য এক মহান দিন।”

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১ লাখ ৬৯ হাজার মানুষ। ধ্বংসস্তূপের নিচে এখনো অসংখ্য মানুষ চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে নিহত হন ১,১৩৯ জন এবং প্রায় ২০০ জনকে বন্দি করা হয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×