মাঝরাতে প্রেমিককে ডেকে এনে ভয়াবহ কাণ্ড ঘটালেন গৃহবধূ
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০২:১৬ পিএম, ০৯ অক্টোবর ২০২৫
ভারতের উত্তরপ্রদেশে পরকীয়ার দ্বন্দ্ব থেকে জন্ম নিয়েছে এক ভয়াবহ ঘটনা। স্বামী দূরে থাকায় প্রতিবেশী তরুণের সঙ্গে গোপন সম্পর্কে জড়ানো এক গৃহবধূ প্রেমিককে ডেকে এনে মাঝরাতে তার যৌনাঙ্গ কেটে দিয়েছেন—এমন অভিযোগে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের জৌনপুর জেলার সরপতা থানার দাখা গ্রামে, স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।
জানা গেছে, অভিযুক্ত নারীর স্বামী কর্মসূত্রে গুজরাটে থাকেন। দুই সন্তানকে নিয়ে তিনি গ্রামে একাই থাকতেন। এ সুযোগে তার সঙ্গে ২২ বছর বয়সী এক প্রতিবেশী তরুণের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
মঙ্গলবার গভীর রাতে ওই নারী ফোনে প্রেমিককে জানান, “বাড়িতে কেউ নেই, মাঝরাতে এসো।” প্রেমিক দেখা করতে গেলে হঠাৎ তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এর একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে নারীটি ধারালো অস্ত্র দিয়ে প্রেমিকের যৌনাঙ্গ কেটে দেন বলে অভিযোগ উঠেছে।
প্রেমিকের আর্তচিৎকারে ছুটে আসেন স্থানীয়রা। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে থাকা অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে জৌনপুর জেলা হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থা অবনতি হলে বারাণসীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের ভাষ্য, আহত তরুণের অবস্থা এখন আশঙ্কাজনক।
জৌনপুরের শাহগঞ্জ সার্কেল অফিসার অজিত সিং চৌহান জানিয়েছেন, আহত তরুণ চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্ত গৃহবধূকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।
সূত্র: আনন্দবাজার পত্রিকা