সীমান্তে আত্মঘাতী হামলায় ৭ পাকিস্তানি সেনা নিহত


সীমান্তে আত্মঘাতী হামলায় ৭ পাকিস্তানি সেনা নিহত

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে আফগান সীমান্ত সংলগ্ন এলাকায় ভয়াবহ এক আত্মঘাতী হামলায় সাতজন সেনা সদস্য প্রাণ হারিয়েছেন। শুক্রবার (১৭ অক্টোবর) এই হামলার ঘটনা ঘটে বলে রয়টার্সকে নিশ্চিত করেছে পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা।

কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, একটি সামরিক ক্যাম্পে বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে আত্মঘাতী জঙ্গি হামলা চালায়। শক্তিশালী ওই বিস্ফোরণে অন্তত ১৩ জন সেনা আহত হয়েছেন বলে জানা গেছে।

ঘটনাটি ঘটে পাক-আফগান সীমান্তে ৪৮ ঘণ্টার অস্থায়ী যুদ্ধবিরতির শেষ দিনে। সাম্প্রতিক সময়ের সীমান্ত সংঘর্ষের পর উভয় পক্ষের সম্মতিতে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল, যা শুক্রবার (১৭ অক্টোবর) গ্রিনিচ মান সময় দুপুর ১টা নাগাদ শেষ হওয়ার কথা ছিল।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, “স্থায়ী যুদ্ধবিরতির জন্য বল এখন তালেবান সরকারের কোর্টে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×