জাপানে ৬.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি


জাপানে ৬.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জাপানের উপকূলীয় এলাকায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (৯ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যার দিকে ভূমিকম্পের প্রভাবে উত্তর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ছোট ছোট সুনামির ঢেউ দেখা দিয়েছে।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ইওয়াতের উপকূলে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে, যে কোনো মুহূর্তে ঢেউ আঘাত হানতে পারে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ৬.৮ পরিমাপ করা হয়েছে। মূল ভূমিকম্পের পর ৫.৩ থেকে ৬.৩ মাত্রার একাধিক আফটারশকও অনুভূত হয়েছে।

এর আগে সকালেও ইওয়াতের উপকূলে ৪.৮ থেকে ৫.৮ মাত্রার ছয়টি উপকূলীয় ভূমিকম্প অনুভূত হয়, যদিও এগুলো ভূমিতে খুব একটা প্রভাব ফেলেনি।

২০১১ সালে সমুদ্র তলের ৯.০ মাত্রার এক বৃহৎ ভূমিকম্পের স্মৃতি এখনও এই অঞ্চলে ভয় সৃষ্টি করে। সেই ভূমিকম্পে সৃষ্ট সুনামিতে প্রায় ১৮,৫০০ মানুষ মারা যান বা নিখোঁজ হন।

জাপান প্রশান্ত মহাসাগরের ‘রিং অফ ফায়ার’-এর পশ্চিম প্রান্তে চারটি প্রধান টেকটোনিক প্লেটের উপর অবস্থিত। এটি বিশ্বের সবচেয়ে ভূ-তাত্ত্বিকভাবে সক্রিয় দেশগুলোর মধ্যে একটি। ১২৫ মিলিয়নের বেশি মানুষের এই দেশে প্রতি বছর প্রায় ১,৫০০টি ভূমিকম্প অনুভূত হয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×