বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান


বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান

ইরান আবারও যুদ্ধ প্রস্তুতিতে তৎপরতা বাড়াচ্ছে—এমন তথ্য দিয়েছে নিরাপত্তা বিশ্লেষকরা। গত জুনে ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে কৌশলগত জয় লাভের পর তেহরান এবার শত্রু দেশকে আরও ভয়াবহভাবে মোকাবিলা করার জন্য ক্ষেপণাস্ত্র উৎপাদন ও মজুত বাড়াচ্ছে।

সূত্রে বলা হয়েছে, চলতি বছরের ওড়িশে (জুন) ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘর্ষে তেহরানের উপর ইহুদি রাষ্ট্র ৫০০-র বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল; তা সত্ত্বেও ইরানের আক্রমণে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত ব্যাহত হয়ে পড়ে এবং একাধিক স্থাপনা ধ্বস্ত হয়।

এবার ইরান লক্ষ্য রেখেছে একই সঙ্গে দুই হাজার ক্ষেপণাস্ত্র ক্ষেপণের সক্ষমতা গড়ে তোলা—যা শত্রু পক্ষের ওপর তীব্র ধাক্কা দিতে সক্ষম হবে বলে ধারণা করা হচ্ছে। এ প্রেক্ষিতে দেশটির ক্ষেপণাস্ত্র কারখানাগুলো এখন ২৪ ঘণ্টা চলমান অবস্থায় কাজ করছে, বলে জানিয়েছেন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান প্রকল্পের পরিচালক আলি ভায়েজ।

ইউরোপীয় গোয়েন্দা সূত্রে আরও জানা গেছে, ইরান তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি শক্তিশালী করতে চীন থেকে প্রায় দুই হাজার টন সোডিয়াম পারক্লোরেট আমদানি করেছে—একটি উপাদান যা কঠিন জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহার হয়।

বিশ্লেষকরা বলছেন, এই উদ্যোগ অঞ্চলে শত্রুদের মধ্যে তীব্র উদ্বেগ ছড়িয়েছে এবং ভবিষ্যতে উত্তেজনা বাড়ার ঝুঁকি রয়েছে। তবে এখনই কবে বা কোথায় এই বিপুলসংখ্যক ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে—এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×