পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৫ তালেবান নিহত


পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৫ তালেবান নিহত

উত্তর-পশ্চিম পাকিস্তানে জঙ্গিবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে নিরাপত্তা বাহিনী। সাম্প্রতিক দুই দিনে পরিচালিত পৃথক অভিযানে পাকিস্তানি তালেবান বা টিটিপির ১৫ সদস্যকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর।

সংস্থাটি জানায়, ১৫ ও ১৬ নভেম্বর ডেরা ইসমাইল খান জেলায় প্রথম অভিযানে টিটিপির গুরুত্বপূর্ণ নেতা আলম মেহসুদসহ ১০ জঙ্গি নিহত হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানের আগের রাত পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

আইএসপিআর আরও জানায়, দ্বিতীয় অভিযানটি উত্তর ওয়াজিরিস্তানের দত্তাখেল অঞ্চলে পরিচালিত হয়, যেখানে পাঁচ জঙ্গি নিহত হয়। বিবৃতিতে বলা হয়েছে, ‘এলাকায় আর কোনো ভারত-সমর্থিত খারেজি থাকলে তাকে নির্মূল করতে স্যানিটাইজেশন অভিযান চলছে।’

পাকিস্তানের সামরিক ও সরকারি কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে টিটিপি সদস্যদের বোঝাতে ‘খাওয়ারিজ’ শব্দটি ব্যবহার করে আসছে। সেনাবাহিনীর অভিযোগ, ভারত টিটিপি এবং কেপি ও বালুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে অস্ত্র ও আর্থিক সহায়তা দিয়ে আসছে। যদিও এসব অভিযোগ সবসময়ই অস্বীকার করেছে নয়া দিল্লি।

অভিযানে ১৫ জঙ্গি নিহত হওয়ার খবরে নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তাঁর দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের এই মুহূর্তে পুরো জাতি পাকিস্তানের সশস্ত্র বাহিনীর পাশে আছে।’

ইসলামাবাদের অভিযোগ, আফগান সরকার টিটিপির বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নিচ্ছে না এবং জঙ্গিরা আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলা চালায়। তবে কাবুলের তালেবান নেতৃত্ব এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলছে, পাকিস্তানের উচিত তার অভ্যন্তরীণ নিরাপত্তা সংকট নিজস্বভাবে সমাধান করা।

২০০৭ সাল থেকে তেহরিক-ই-তালেবান পাকিস্তান দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর ওপর একের পর এক রক্তক্ষয়ী হামলা চালিয়ে আসছে কঠোর ইসলামি আইন প্রতিষ্ঠার লক্ষ্যে। সাম্প্রতিক সময়ে জঙ্গি হামলা বাড়ায় পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্ক আরও টানাপোড়েনে পড়েছে। গত অক্টোবরের প্রাণঘাতী সীমান্তসংঘর্ষে দুই দেশের সৈন্যসহ বহু মানুষের মৃত্যু হয়। উত্তেজনার পর গত মাসে দোহায় সাময়িক যুদ্ধবিরতিতে পৌঁছে দুই দেশ।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×