ঘূর্ণিঝড় ‘মোন্থার’ বাতাসের গতিবেগ বেড়ে ঘণ্টায় ১১০ কিলোমিটার
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০১:২৭ পিএম, ২৮ অক্টোবর ২০২৫
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোন্থা’ এখন প্রবল আকার ধারণ করেছে এবং এর বাতাসের গতিবেগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের আশেপাশের সাগর উত্তাল অবস্থায় রয়েছে। আবহাওয়া অধিদফতরের মঙ্গলবার (২৮ অক্টোবর) প্রকাশিত ৯ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ‘মোন্থা’ আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং ঘনত্ব বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। বর্তমানে এটি পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন অঞ্চলে ১৪.৬° উত্তর অক্ষাংশ এবং ৮৩.০° পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে।
আজ (২৮ অক্টোবর) সকাল ৬টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১২৯০ কিমি দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১২৫০ কিমি দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১১৪০ কিমি দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১১৫৫ কিমি দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। পূর্বাভাস অনুযায়ী এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা বা রাতের মধ্যে ভারতের অন্ধ্র প্রদেশের উপকূল অতিক্রম করতে পারে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রবল ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ৬৪ কিমি ব্যাসার্ধের মধ্যে বাতাসের ধারাবাহিক সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিমি, যা ঝোড়ো আকারে ঘণ্টায় ১১০ কিমি পর্যন্ত পৌঁছাতে পারে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রের আশেপাশের সাগর এখন উত্তাল।
এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত প্রদর্শন করতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে থাকা সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে। গভীর সাগরে যাতায়াত এ সময় নিষিদ্ধ।