জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে যমুনায় উচ্চপর্যায়ের বৈঠক


জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে যমুনায় উচ্চপর্যায়ের বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরকারের শীর্ষ পর্যায়ে প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে।

সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। এতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলমসহ আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তবে বৈঠকে কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে বা কোনো সিদ্ধান্ত গৃহীত হয়েছে কি না, সে বিষয়ে প্রেস উইং থেকে কোনো তথ্য জানানো হয়নি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×