সংবাদ সম্মেলন ডেকেছে অন্তর্বর্তী সরকার


সংবাদ সম্মেলন ডেকেছে অন্তর্বর্তী সরকার

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আগামী সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। রোববার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। এতে শুধুমাত্র বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকদের উপস্থিত থাকার অনুমতি দেওয়া হবে।

প্রেস উইং আরও জানায়, স্বীকৃত সাংবাদিকদের নির্ধারিত সময় অনুযায়ী করবী হলে উপস্থিত থেকে সংবাদ সম্মেলনটি কভার করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×