সাংবাদিকরা সত্য তুলে ধরায় পার্শ্ববর্তী দেশ থেকে গুজব অনেকটা কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৩:৪৭ পিএম, ০৫ নভেম্বর ২০২৫
গাজীপুরে এক মতবিনিময় সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সাংবাদিকরা দায়িত্বশীলভাবে সত্য সংবাদ প্রকাশ করায় পার্শ্ববর্তী দেশ থেকে গুজব ছড়ানোর প্রবণতা অনেকটাই হ্রাস পেয়েছে। বুধবার (৫ নভেম্বর) দুপুরে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সঙ্গে জাতীয় নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “পার্শ্ববর্তী দেশ অনেক সময় অনেক গুজব রটায়। তবে আপনারা (সাংবাদিকেরা) সত্য ঘটনা প্রকাশ করায় তাদের গুজব অনেকটা কমেছে। তারা মিথ্যা তথ্য রটালে আপনারা সঠিক মাধ্যমে সেটি প্রতিহত করবেন।”
তিনি আরও বলেন, দুষ্কৃতকারীরা নানা অপপ্রচারে লিপ্ত হতে পারে, তবে কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠন যেন সক্রিয় হতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে। “দুষ্কৃতকারীরা অনেক কিছু বলবে। কার্যক্রম নিষিদ্ধ দুষ্কৃতকারীরা যেন কোনো কার্যক্রম চালাতে না পারে, এ জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য আপনাদের সাহায্য ও সহযোগিতা দরকার,” বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “কার্যক্রম নিষিদ্ধ দল অনেক সময় সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক গুজব রটাবে, এ বিষয়ে আপনাদের (সাংবাদিকদের) সচেতন থাকতে হবে। এ ছাড়া যারা জামিনে মুক্তি পাচ্ছে, তারা যদি অন্যায় করে, তাদের সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হবে।”
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ফেব্রুয়ারিতে ভোট অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও প্রস্তুতি নিশ্চিত করতে সভার আয়োজন করা হয়। তিনি বলেন, নির্বাচনের আগে বিভিন্ন বিষয় সামনে এলেও জনগণ যখন ভোটের দিকে মনোযোগী হবে, তখন সব অপপ্রচার ও বিভ্রান্তি ব্যর্থ হয়ে যাবে। তার ভাষায়, “যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, তাদের একটি ভূমিকা রয়েছে এবং নির্বাচন কমিশনেরও নিজস্ব দায়িত্ব আছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন হবে।”
সভায় গাজীপুরের জেলা প্রশাসক নাফিজা আরেফিন, মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেকসহ কারা বিভাগ, ফায়ার সার্ভিস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।