সোমবার ইসির সংলাপে আসছে না জামায়াত


সোমবার ইসির সংলাপে আসছে না জামায়াত

সোমবার (১৭ নভেম্বর) অনুষ্ঠিতব্য নির্বাচন কমিশনের (ইসি) দিনব্যাপী সংলাপে যোগ দিচ্ছে না বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিকেলের সেশনে দলটিকে আমন্ত্রণ জানানো হলেও তারা উপস্থিত হতে পারবে না বলে আগেই ইসিকে জানিয়েছে। তাদের অনুপস্থিতির কথা জানার পর বিকল্প হিসেবে জাকের পার্টিকে তালিকায় যুক্ত করেছে কমিশন।

ইসির জনসংযোগ শাখা জানায়, জামায়াতে ইসলামী সোমবার নয়, অন্য কোনো দিনে সংলাপে অংশ নেওয়ার সুযোগ চেয়েছে। এ কারণে নির্ধারিত সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

দিনব্যাপী সংলাপের সকালে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি ও বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) অংশ নেবে।

বিকেল ২টা থেকে ৪টার সেশনে মূলত উপস্থিত থাকার কথা ছিল জামায়াতে ইসলামী, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিশ এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি–জাগপার। তবে জামায়াত না আসার সিদ্ধান্ত জানানোর পর ওই সেশনের তালিকায় নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে জাকের পার্টিকে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×