গণকবরে শায়িত জুলাই শহীদদের পরিচয় শনাক্ত করতে আসছে বিদেশি ফরেনসিক দল


গণকবরে শায়িত জুলাই শহীদদের পরিচয় শনাক্ত করতে আসছে বিদেশি ফরেনসিক দল

রাজধানীর রায়েরবাজারের গণকবরে শায়িত জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহীদদের পরিচয় নিশ্চিত করতে বাংলাদেশে আসছে আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল। আগামী ৫ ডিসেম্বর তারা ঢাকায় পৌঁছাবে এবং ৭ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

রোববার (১৬ নভেম্বর) সকালে রায়েরবাজার কবরস্থানে শহীদদের কবর জিয়ারতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। এ সময় তিনি গণকবরে শায়িত সব শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি জানান, রায়েরবাজার এলাকায় অস্থায়ী মর্গ স্থাপন করে দেশি ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে শনাক্তকরণ কার্যক্রম পরিচালিত হবে। পুরো প্রক্রিয়ার বাস্তবায়নকারী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করবে সিআইডি।

শহীদদের শনাক্তকরণ প্রক্রিয়া নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “অভ্যুত্থানে শহীদ হওয়া সবাইকে শনাক্ত করা সম্ভব হবে। শনাক্ত নিশ্চিত হলে শহীদদের তালিকা হবে নতুন করে”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×