মানবতাবিরোধী মামলায় শেখ হাসিনার রায় পড়া শুরু


মানবতাবিরোধী মামলায় শেখ হাসিনার রায় পড়া শুরু

চব্বিশ জুলাই থেকে আগস্ট পর্যন্ত সংঘটিত গণহত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণা শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

সোমবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার পর ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল রায় পড়া শুরু করে। এই প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

মামলায় শেখ হাসিনা ও কামাল পলাতক রয়েছেন। অন্যদিকে, সাবেক আইজিপি মামুন দীর্ঘ প্রায় এক বছর ধরে কারাগারে রয়েছেন। তবে তিনি রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন। ফলে প্রসিকিউশন তাঁর শাস্তির বিষয়ে ট্রাইব্যুনালের ওপর নির্ভর করেছে এবং একইসঙ্গে শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ শাস্তি দাবি করা হয়েছে।

রায়ের দিন সকাল ৯টা ১০ মিনিটের দিকে পুলিশ কড়া নিরাপত্তার মধ্যে মামুনকে কারাগার থেকে প্রিজনভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করে। শেষবারের মতো অনেকটা মাথা নিচু করেই তিনি ট্রাইব্যুনালের হাজতখানায় প্রবেশ করেন।

শেখ হাসিনার রায়ের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকা জুড়ে বহস্তর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশের পাশাপাশি র‌্যাব, এপিবিএন, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা দায়িত্বে থাকছেন। তৎপর গোয়েন্দা সংস্থার কর্মীরাও নজরদারিতে নিয়োজিত। নিরাপত্তার কারণে রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা থেকে দোয়েল চত্বর থেকে শিক্ষাভবনমুখী সড়ক পর্যন্ত যান চলাচল বন্ধ রাখে আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ মানুষের চলাচল সীমিত করা হয়।

মূলত, ১৩ নভেম্বর এই মামলার রায় ঘোষণা করার জন্য আজকের দিন ধার্য করা হয়েছিল। ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই দিন নির্ধারণ করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×