সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ৩ জনের প্রায় সাড়ে ৪ কোটি শেয়ার জব্দ


সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ৩ জনের প্রায় সাড়ে ৪ কোটি শেয়ার জব্দ

সিআইডি মেঘনা ব্যাংকের প্রায় সাড়ে ৪ কোটি শেয়ার জব্দ করেছে। শেয়ারগুলোর মালিক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার ভাই এবং ইউসিবি ব্যাংকের প্রাক্তন পরিচালক আনিসুজ্জামান চৌধুরী রনি এবং রনির স্ত্রী ও মেঘনা ব্যাংকের প্রাক্তন পরিচালক ইমরানা জামান চৌধুরী।

সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, অভিযুক্তরা অবৈধ অর্থ ব্যবহার করে এসব শেয়ার ক্রয় করেছিলেন। ১৮ নভেম্বর ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত সিআইডির আবেদনের প্রেক্ষিতে শেয়ার জব্দের নির্দেশ দিয়েছিলেন।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, অভিযুক্তরা ব্যক্তিগত হিসাব এবং তাদের প্রতিষ্ঠিত কাগজপত্রভিত্তিক প্রতিষ্ঠান স্টিডফাস্ট ম্যানেজমেন্ট ট্রেডিং লিমিটেডের নামে ৪ কোটি ৫৩ লাখ শেয়ার ক্রয় করেছিলেন। পরবর্তীতে স্টক ডিভিডেন্ডের ফলে শেয়ারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৬৪ লাখ ৬৩ হাজার ৪৫৫। প্রাথমিক বাজারমূল্য ছিল প্রায় ৫৯ কোটি ৯৫ লাখ টাকা।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, জালিয়াতি ও সংঘবদ্ধ অপরাধের মাধ্যমে অর্থ সংগ্রহ করেছেন। এ অর্থের কিছু অংশ বিদেশে পাঠিয়ে পুনঃপ্রবেশের মাধ্যমে বৈধ করার চেষ্টা করা হয়েছিল। ২০২২ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সিঙ্গাপুর ও দুবাই থেকে ২ কোটি ২২ লাখ ৫ হাজার ৪৪৪ মার্কিন ডলার দেশে আনা হয়। এরপর তা ইউসিবি ব্যাংক ও এনআরবিআইসি ব্যাংকের এফসি অ্যাকাউন্টে জমা করা হয় এবং মেঘনা ব্যাংকের শেয়ার ক্রয়ে ব্যবহার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্টিডফাস্ট ম্যানেজমেন্ট ট্রেডিং লিমিটেডের পরিচালক উৎপল পালক এবং নাসিম উদ্দিন মোহাম্মদ আদিল জাবেদের আরামিট গ্রুপের কর্মচারী এবং ঘনিষ্ঠ সহযোগী। সিআইডি এখনো অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন এবং অন্য সদস্য শনাক্তকরণের জন্য অনুসন্ধান অব্যাহত রেখেছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×