শেখ হাসিনাকে ধন্যবাদ কারণ আমাদের আগে তিনি অধ্যাপক ইউনূসকে চিনেছেন: কাদের সিদ্দিকী
- টাঙ্গাইল প্রতিনিধি
- প্রকাশঃ ০৯:২০ পিএম, ১৪ নভেম্বর ২০২৫
দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম। তার মতে, “জয় বাংলা” স্লোগান দেওয়ার মতো একটি বিষয়কে কেন্দ্র করে কাউকে গ্রেপ্তার করাকে কোনোভাবেই গ্রহণযোগ্য বলা যায় না। সরকার যে পদ্ধতিতে একতরফাভাবে সিদ্ধান্ত ও পদক্ষেপ নিচ্ছে, তা দেশের রাজনীতি ও সামাজিক পরিবেশ- দুটোর জন্যই অশুভ সংকেত।
শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটি গ্রামে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব মন্তব্য করেন। তার বড় ভাই সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আবদুল লতিফ সিদ্দিকী জামিনে মুক্তি পাওয়ার পর বাবা-মায়ের কবর জিয়ারত করতে এসে সাংবাদিকদের মুখোমুখি হন।
কাদের সিদ্দিকী বলেন, “শেখ হাসিনাকে এজন্য ধন্যবাদ জানাই যে তিনি আমাদের আগেই অধ্যাপক ইউনূসকে চিনেছেন, আমরা অধ্যাপক ইউনূসকে চিনতে পারিনি। আমরা অনেক পরে চিনলাম। জয় বাংলা স্লোগান দেওয়ায় কাউকে গ্রেপ্তার করা ঠিক নয়।”
তিনি আরও যোগ করেন যে বঙ্গবন্ধুর ঘরবাড়ি ভাঙার ঘটনাটিও সঠিকভাবে প্রতিহত করা হয়নি এবং এর বিরুদ্ধে সরকারি উদ্যোগ না নেওয়া “একতরফা কাজ” ছাড়া আর কিছু নয়। তার ভাষায়, দুই-তিন মাসের কিছু বিষয় সহনীয় হলেও বর্তমানে যে কর্মকাণ্ড চলছে, তা একেবারেই পক্ষপাতমূলক।
এ সময় সদ্য কারামুক্ত আব্দুল লতিফ সিদ্দিকীও দেশের পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে বলেন, “বঙ্গবন্ধু যদি নিহত না হতেন তাহলে ধারা তৈরি হতো। আজও দেশে ধারা তৈরি হয়নি। বাংলাদেশ রাষ্ট্র গঠন হয়নি। কারণ কারোই রাষ্ট্র দর্শন নেই। দেশকে গড়তে হলে রাষ্ট্র চিন্তাকে পরিষ্কার করতে হবে।”
স্থানীয় লোকজন দুই নেতাকে একসঙ্গে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং অনেককে “জয় বাংলা” স্লোগান দিতে শোনা যায়।