৪ উইকেট নিয়ে দ্বিতীয় দিনের প্রথম সেশন বাংলাদেশের


৪ উইকেট নিয়ে দ্বিতীয় দিনের প্রথম সেশন বাংলাদেশের

সিলেট টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৯১ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। জবাবে বিনা উইকেটে ৬৭ রান সংগ্রহ করে প্রথম দিনের খেলা শেষ করেছিল জিম্বাবুয়ে। দ্বিতীয় দিনের শুরুতেই প্রথম ঘণ্টায় দ্রুত তিন উইকেট নিয়ে জিম্বাবুয়েকে চেপে ধরেছিল বাংলাদেশ। এরপর প্রতিরোধ গড়ে খেলতে থাকে ক্রেইগ আরভিন ও শন উইলিয়ামস জুটি। লাঞ্চের আগে ৪১ রানের সেই জুটি ভেঙেছে বাংলাদেশ। 

প্রথমদিন শেষে ১২৪ রানে পিছিয়ে থাকে জিম্বাবুয়ে আজ মাত্র ২ রান যোগ করতেই প্রথম উইকেট হারায়। ১৭তম ওভারে ব্রেক থ্রু এনে দেন নাহিদ। তার লাফিয়ে ওঠা বল বেন কুরান না খেলে ছেড়ে দিতে চেয়েছিলেন। কিন্তু ততক্ষণে গতির কাছে পরাস্ত হয়েছেন। বল তার গ্লাভসে লেগে শর্ট লেগে মুমিনুল হকের হাতে জমা হয়। ৫৫ বলে ১ চারে ১৮ রান করে আউট হন কুরান।

২১তম ওভারে ফের আঘাত হানেন নাহিদ। এবারের শিকার দারুণ ছন্দে থাকা বেনেট। পঞ্চম স্টাম্পের লাইনে গুড লেন্থে বল করেছিলেন তিনি। বেনেট স্কয়ারে কাট করার চেষ্টা করেছিলেন। কিন্তু অতিরিক্ত গতি ও বাউন্সের কাছে পরাস্ত হন। বল ব্যাটের কানায় লেগে উইকেটকিপার জাকেরের গ্লাভসে জমা পড়ে। ৬৪ বলে ১০ চারে ৫৭ রান করে আউট হন বেনেট।

পরের ওভারে নাহিদের সঙ্গে যোগ দেন হাসান মাহমুদও। নিল ওয়ালচের ২ স্টাম্প উপড়ে ফেলেন হাসান। দলের স্কোরে  কোনো রান যোগ হওয়ার আগেই তৃতীয় উইকেট হারায় জিম্বাবুয়ে। প্রথম ঘণ্টায় দ্রুত তিন উইকেট নিয়ে জিম্বাবুয়েকে চেপে ধরেছিল বাংলাদেশ। এরপর প্রতিরোধ গড়ে খেলতে থাকে ক্রেইগ আরভিন ও শন উইলিয়ামস জুটি। 

৪১ রানের সেই জুটি ভেঙেছে নাহিদ রানা। নাহিদ রানার বাউন্সি ডেলিভারি আরভিনের ব্যাট স্পর্শ করে কিপারের কাছে গেলেও শুরুর আবেদনে সাড়া দেননি আম্পায়ার। শান্ত তার পর রিভিউ নেওয়াতে মেলে সাফল্য। তাতে নাহিদের তৃতীয় শিকারে পরিণত হন ৮ রান করা আরভিন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×