টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড করলেন সোহান


টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড করলেন সোহান

এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে একদিন আগে ভারতের বৈভব সূর্যবংশী ঝড় তুলে মাত্র ৩২ বলে সেঞ্চুরি করেছিলেন। তার ঠিক পরদিনই বাংলাদেশের হাবিবুর রহমান সোহান দোহায় ব্যাট হাতে তোলেন আরেক ঝড়, ৩৫ বলে শতক হাঁকিয়ে বাংলাদেশি ক্রিকেটার হিসেবে গড়লেন টি-টোয়েন্টির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।

হংকংয়ের করা ১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সোহান ব্যাট হাতে এমন দাপট দেখান। মাত্র ৩৫ বলের ইনিংসে তিনি মারেন ১০টি ছক্কা ও ৮টি চার। তার বিধ্বংসী ব্যাটিংয়ের ওপর ভর করে বাংলাদেশ ‘এ’ দল ম্যাচটি জিতে নেয় ৮ উইকেটের ব্যবধানে।

গ্রুপ ‘এ’-এর এই ম্যাচে দোহায় ইনিংসের শুরুতেই আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকেন সিরাজগঞ্জের এই ব্যাটার। মাত্র ১৪ বলে পেয়ে যান অর্ধশতক। সেই সময় মনে হচ্ছিল, সূর্যবংশীর আগের দিনের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটিও হয়তো ভেঙে দেবেন তিনি।

একপর্যায়ে ২৪ বলে তার রান যায় থামে ৮৮ তে। এরপর আরও ১১ বল মোকাবিলা করে ১২ রান যোগ করেন এবং গড়েন নিজের ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরির অসাধারণ মুহূর্ত।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×