রাজধানীতে কোটি টাকার জাল নোটসহ চক্রের দুই সদস্য গ্রেপ্তার


রাজধানীতে কোটি টাকার জাল নোটসহ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

ঢাকার ওয়ারী থানার জুড়িয়াটুলি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোটসহ চক্রের দুই সক্রিয় সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন নূরুল হক (৩২) ও সাইদুল আমিন (২৪)।

রবিবার (৯ নভেম্বর) রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, “ডিবি-তেজগাঁও বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ওই এলাকায় দুটি ব্যক্তি জাল টাকা নিয়ে অবস্থান করছে।”

এই তথ্যের ভিত্তিতে রাত ১১টা ৫০ মিনিটে অভিযান চালিয়ে নূরুল হক ও সাইদুল আমিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ৬ লাখ টাকার জাল নোট, ১৯ লাখ ৭০ হাজার টাকার আসল নোট, একটি টাকা গণনার মেশিন, দুটি স্ট্যাপলিং মেশিন এবং দুই প্যাকেট স্ট্যাপলার পিন।

গ্রেপ্তারদের বিরুদ্ধে ওয়ারী থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ডিএমপির কর্মকর্তারা জানিয়েছেন, নূরুল হক ও সাইদুল আমিন দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি করে বাজারে ছড়িয়ে দিচ্ছিল।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×