এক রাতে রাজধানীর ৬ স্থানে ককটেল বিস্ফোরণ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৯:২৮ এম, ১৬ নভেম্বর ২০২৫
এক রাতে রাজধানীর ৬টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আগারগাঁও, ধানমন্ডি, মিরপুর, হাতিরঝিল, পল্লবী ও বিমানবন্দর এলাকায় হামলা হয়। এসব ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়। পুলিশ বলছে, ঘটনাগুলোর সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে অভিযান চলছে।
আগারগাঁওয়ে শনিবার রাত ৯টা ১০ মিনিটে এডিবি ভবনের পাশে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের কাছেই মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা ককটেল ছুড়ে পালিয়ে যায়। তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান বলেন, ‘এডিবি ভবনের সামনের সড়কে হঠাৎ একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তখন পাশেই আমাদের পুলিশ ডিউটি করছিল। মোটরসাইকেলে এসে অতর্কিতভাবে তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। আমরা সিসি ফুটেজ সংগ্রহ করেছি। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে আমরা কাজ করছি।’
রাত বাড়ার সঙ্গে সঙ্গে ধানমন্ডি-কলাবাগান এলাকায়ও ককটেল বিস্ফোরণ ঘটে প্রায় ১২টার দিকে। আচমকা বিস্ফোরণের শব্দে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ালেও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। কিছু সময় পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে মিরপুর ও হাতিরঝিলে আরও দু’টি বিস্ফোরণ ঘটে। মিরপুরের বিআরটিএ কার্যালয়ের ভেতরে সন্ধ্যা ৬টায় বিস্ফোরণ শোনা যায়। এরপর অল্প সময়ের ব্যবধানে হাতিরঝিলের মধুবাগ ব্রিজের ওপর থেকে নিচের সড়কে ককটেল নিক্ষেপ করা হয়, যাতে একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক ফুয়াদ আহমেদ বলেন, ‘সংবাদ পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে যায়। বিস্ফোরণটি তদন্ত করা হচ্ছে।’
সন্ধ্যা ৭টা ২০ মিনিটে পল্লবী মেট্রো স্টেশনের ১৭৭ নম্বর পিলারের নিচে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। হঠাৎ শব্দে মেট্রো স্টেশনে থাকা যাত্রীরা আতঙ্কে ছুটোছুটি শুরু করেন। পল্লবী থানা পুলিশ জানায়, ‘ঘটনার পরপরই টিম ঘটনাস্থলে গেছে। জড়িতদের শনাক্তে কাজ চলছে।’
রাত ১১টা ১০ মিনিটে বিমানবন্দর রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মেও একই কায়দায় ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। বিমানবন্দর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক মাসুদ পারভেজ বলেন, ‘রাতে বিমানবন্দর রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বিষয়টি রেলওয়ে পুলিশ দেখছে। আমরা জেনেছি দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।’