বকেয়া টাকা চাওয়ায় নির্মম পিটুনিতে প্রাণ গেল ব্যবসায়ীর


বকেয়া টাকা চাওয়ায় নির্মম পিটুনিতে প্রাণ গেল ব্যবসায়ীর

যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের ফরিদপুর গ্রামে মুরগি বিক্রির বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে আবু বক্কার (৫৩) নামের এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে সংঘটিত এ ঘটনায় অভিযুক্ত নির্মল কুমার (৪৫) ও তার স্ত্রী সরস্বতী বিশ্বাসকে আটক করেছে স্থানীয় জনতা, পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

নিহত আবু বক্কার ফরিদপুর গ্রামের মৃত হোসেন কবিরাজের ছেলে।

স্থানীয়দের ভাষ্য এবং পুলিশ সূত্রে জানা গেছে, কিছুদিন আগে আবু বক্কার নির্মল কুমারের কাছে মুরগি বিক্রি করেন। সেই মুরগির পাওনা টাকা চাইতে মঙ্গলবার সকালে তিনি নির্মলের বাড়িতে গেলে দু’জনের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে নির্মল ও তার স্ত্রী সরস্বতী বিশ্বাস বাঁশের লাঠি দিয়ে আবু বক্কারকে মারধর করেন।

ভয়াবহভাবে আহত অবস্থায় স্থানীয়রা ও নিহতের স্বজনরা দ্রুত তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বলেন, “পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে একটি হত্যার ঘটনা ঘটেছে। অভিযুক্তদের আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×