ওসিকে হুমকির ঘটনায় মহেশখালী বিএনপি নেতা আকতার হোসেন বহিষ্কার


ওসিকে হুমকির ঘটনায় মহেশখালী বিএনপি নেতা আকতার হোসেন বহিষ্কার

কক্সবাজারের মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এলাকা ছাড়ার হুমকি দেওয়ায় বিএনপির স্থানীয় নেতা আকতার হোসেনকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মহেশখালী থানার ওসিকে অশোভন ভাষায় গালাগালি, হুমকি এবং দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে কক্সবাজার জেলা বিএনপির সদস্য ও মহেশখালী পৌরসভা কমিটির সাবেক আহ্বায়ক আকতার হোসেনের প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।

আকতার হোসেন মহেশখালী পৌরসভা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার বিরুদ্ধে গৃহীত এই শাস্তিমূলক ব্যবস্থা বহাল থাকবে।

এর আগে বুধবার (১৩ আগস্ট) দুপুরে মহেশখালী পৌরসভার বাবুর দিঘির পাড়ে পৌর বিএনপির এক স্মরণসভায় বক্তব্য দেন আকতার হোসেন। এ সময় তিনি ওসি মনজুরুল হককে উদ্দেশ্য করে বলেন, “থানার ওসির চেম্বার এখন দোকানে পরিণত হয়েছে, যেখানে টাকা দিলে মামলা নেওয়া হয়। যে টাকা বেশি দেবে তার মামলা নেবে। আগামীকাল থেকে যদি আপনার বিরুদ্ধে একটা অভিযোগও আসে, মহেশখালী থেকে বের করে দেব।”

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “ওসি সাহেব, ফাজলামি অনেক শুনেছি, অভিযোগ অনেক পেয়েছি। মহেশখালী থেকে বের করব—এটা আমার ওয়াদা। টাকার বিনিময়ে আওয়ামী দোসরদের সঙ্গে মিলে ষড়যন্ত্র করছেন, সব খবর আমার কানে আসে। আমি বেঁচে থাকতে এই মহেশখালীর মাটিতে আওয়ামী দোসরদের সঙ্গে তাল মিলিয়ে চলা যাবে না।”

সভায় দেওয়া ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাত থেকেই ব্যাপক সমালোচনা শুরু হয়। বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা যায়, ভিডিওটি ছড়িয়ে পড়ার পরই শীর্ষ নেতৃত্ব দ্রুত সিদ্ধান্ত নেয় তাকে পদ থেকে সরানোর।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×