‘মোটরসাইকেল রেস’ করতে গিয়ে প্রাণ গেল দুই বন্ধু


‘মোটরসাইকেল রেস’ করতে গিয়ে প্রাণ গেল দুই বন্ধু

কুষ্টিয়ার ভেড়ামারায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল রেস করতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই যুবক বন্ধু। শুক্রবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ১৬ দাগ এলাকায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জয়দেব কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের সরদারপাড়া এলাকার নিপলু হোসেনের ছেলে মাহিন হোসেন (২০) এবং একই উপজেলার মথুরাপুর গ্রামের কুরবান আলীর ছেলে সিয়াম হোসেন (২০)। তারা ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, অন্তত ১০টি মোটরসাইকেল নিয়ে ১৫ থেকে ২০ জন যুবক ওই মহাসড়কে রেস করছিল। লালন শাহ সেতু থেকে কুষ্টিয়ার দিকে আসার পথে একটি মোটরসাইকেল বিপরীতমুখী পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মাহিন মারা যান। গুরুতর আহত অবস্থায় সিয়ামকে হাসপাতালে নেওয়া হলে পথেই তার মৃত্যু হয়। পরে ভেড়ামারা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এসআই জয়দেব কুমার সরকার জানান, মোটরসাইকেল রেসের সময় দুই তরুণের মৃত্যু হয়েছে। সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। ঘাতক পিকআপের চালক ঘটনাস্থল থেকে পালিয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতদের পরিবার কোনো অভিযোগ না করায় ময়নাতদন্ত ছাড়াই দাফনের ব্যবস্থা করছে তারা।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, মোটরসাইকেলটি লালন শাহ সেতু থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল, আর পিকআপ ভ্যানটি যাচ্ছিল সেতুর দিকে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×