জনগণের ভোটে নির্বাচিত হয়েই বিএনপি পূর্ণাঙ্গ সংস্কার করবে: শামা ওবায়েদ


জনগণের ভোটে নির্বাচিত হয়েই বিএনপি পূর্ণাঙ্গ সংস্কার করবে: শামা ওবায়েদ

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, আওয়ামী লীগ দেশের প্রতিটি সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে। তাই জনগণ এখন সংস্কার চায় এবং সেই সংস্কার আসবে বিএনপির নেতৃত্বেই। তিনি বলেন, “দীর্ঘ ১৭ বছর মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারেনি, পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি। ভোটাধিকার ফিরে পেতে মানুষকে রাজপথে নামতে হয়েছে, গুলির সামনে বুক পেতে দাঁড়াতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। সংস্কারের প্রথম ধাপ হলো একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, যার অপেক্ষায় ১৮ কোটি মানুষ। জনগণের ভোটে নির্বাচিত হয়েই বিএনপি পূর্ণাঙ্গ সংস্কার বাস্তবায়ন করবে।”

শুক্রবার বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নে বিএনপির আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সভা অনুষ্ঠিত হয় খাড়দিয়া পশ্চিম মিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে।

বক্তৃতায় শামা ওবায়েদ আরও বলেন, “চাঁদাবাজ আর দখলবাজদের জায়গা বিএনপিতে নেই। এই কথাটা সবাইকে মনে রাখতে হবে। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে কোনো আয়নাঘর থাকবে না, মানবাধিকার প্রতিষ্ঠিত হবে এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত হবে।”

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “ছোট ছোট কিছু দল হয়েছে, এটা ভালো। কারণ আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। তবে আমরা দেখছি, নতুন দলগুলো গঠনের দুই মাসও হয়নি, এরই মধ্যে অনেকেই পদত্যাগ করছে। তাই অন্য দলের সমালোচনা না করে আগে নিজেদের সংগঠন শক্ত করুন। একজন আবার বলছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না—আমাদের সন্তানরা কি এই জন্য জীবন দিয়েছে?”

যদুনন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান খান হুমায়ুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাবেক ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু, সালথার সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, সাবেক উপজেলা সভাপতি ছিদ্দিক তালুকদার, সহসভাপতি শাহিন মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদ, যুবদল নেতা হাসান আশরাফ ও এনায়েত হোসেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×